
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলায় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নৃশংসভাবে নিহত গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের অকুতোভয় সৈনিক শহীদ আঃ হাকিম সরদার ও শহিদুল ইসলাম ভুট্টোসহ সকল শহীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের শ্রীউলা শহীদ জিয়া পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন, বিএনপি সদস্য আমিনুল ইসলাম বুলু। আলোচনা রাখেন, উপজেলা সাবেক ছাত্রনেতা এস এম আহসান হাবিব, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আব্দুল আলিম, শামীম রাজ রাজু, মোশাররফ হোসেন মজনু, মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সহ সভাপতি শরিফুল ইসলাম, জুলাই আন্দোলনের নেতা রনি মোল্যা। দোয়া মাহফিল পরিচালনা করেন, শ্রীউলা শাহী মসজিদের ইমাম মাওঃ জাহাঙ্গীর হোসেন ও শ্রীউলা বড় জামে মনজিদের ইমাম হাফেজ নূরুল্লাহ।