
নিজস্ব প্রতিবেদক: গত ২০ ডিসেম্বর সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মুজিবর রহমান। অভিভাবক হারানো এ পরিবারটির পাশে দাড়িয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক। তিনি পরিবারটির জন্য চাল, ডাল, আলু, তেল, মুরগী এবং শীতবস্ত্র কম্বল পাঠালেন। নিহত মুজিবর রহমানের পরিবারকে উক্ত খাবার পৌঁছে দিলো শ্যামনগর উপজেলা ছাত্রলীগ। এসময় তিনি ভিডিও কলে যুক্ত হয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে যেকোনো প্রয়োজনে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পাঠানো সহায়তা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের, আশরাফুল, মামুন, ইমাম সজল সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।