
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য বিএনপি জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বরচিত গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহীদদের স্বরনে শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আ”লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা উপজেলা আ”লীগের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উপজেলা আ”লীগের যুগ্ম সম্পাদক জুলফিকার আল মেহেদী লিটন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ জিয়াদ আলী, সাবেক শ্রমিকলীগ নেতা রাজবাড়ি কলেজের অধ্যাপক আব্দুল ওহাব, নকিপুর সরকারী হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালযয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জিসহ গন্যমান্য ব্যাক্তবর্গ। আলোচনা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।