
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের গভার্নিং বডির সভা ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার সকাল ১১টার সময় অত্র মহাবিদ্যালয়ে অধ্যক্ষ জুলফিকার আর মেহেদী লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অত্র মহাবিদ্যালয়ে গভার্নিং বডির সভাপতি সাতক্ষীরা নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু।
উক্ত গভার্নিং বডির সভায় বর্তমান কমিটির মেয়াদ ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরপর শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শিক্ষকের সাথে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন তার বক্তব্যে কলেজটির নানামুখি উন্নয়নে কাজ করার জন্য গভার্নিং বডির সভাপতিকে ধন্যবাদ জানান। এ্যাড জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে আমি সেই কাজে সমিল হতে পেরে নিজেকে ধন্য মনে করি। এ সময় তিনি আমৃত্যু ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সাথে নিয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।