সাতনদী ডেস্ক:
শ্যামনগর ও দেবহাটায় সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্মদিন পালিত হয়েছে।
শ্যামনগর প্রতিবেদক আমজাদ হোসেন মিঠু জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ৪ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এবং উপজেলা রিপোর্টার্স ক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব এবং অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে সুন্দরবনের পাদদেশে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির এর সভাপতিত্বে এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সঞ্চালনায় অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন অনুষ্ঠান পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালী, সহ-সভাপতি জুবায়ের মাহমুদ, ক্যাশিয়ার বিভাস মন্ডল, ও উৎপল মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী, সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সদস্য জিয়াউর রহমান, যুবলীগের আহবায়ক মো. আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, টুটুল সহ অনেকে।
স্টাফ রিপোর্টার দেবহাটার ওমর ফারুক মুকুল জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রিপোটার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। জাতীয় দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী কল্যাণ ব্যানার্জির ৬১তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অধীর গাইন। বক্তব্য রাখেন দেবহাটা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন লিয়ন, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরণ কুমার মন্ডল, রিয়াজুল ইসলাম আলম, আছাদুল ইসলাম, তাসকিন আহমেদ প্রমুখ। সভায় কল্যান ব্যানার্জীর দীর্ঘায়ু কামনা করা হয় এবং সাংবাদিকতার মাধ্যমে দেশের কল্যানে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।