
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা’র শ্যামনগরে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত নকিপুর সরকারী এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে। ১০৫৮ জন ভোটারের মধ্যে হতে ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চার জন নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন উপজেল প্রথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর সুবর, প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন নকিপুর সরকারী এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি,এম মোজাফার হোসেন। তারা জানান,এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে ভোট হয়েছে মিজানুর-মোহাদ্দেস প্যানেল ও দীনেশ- মামুনুর রশিদ প্যানেল। এই দুই প্যানেলের মধ্যে ২২ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দীতা করেছে। এর মধ্যে দীনেশ-মামুনুর রশিদ প্যানেল বিজয়ী। সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল ছাতা প্রতিকে ৪৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিজানুর রহমান লাভলু হরিন প্রতিকে পেয়েছেন ৪৫৩ ভোট, মোঃ মামুনুর রশিদ সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতিকে ভোট পেয়েছে ৫৮৫, তার নিকটতম প্রার্থী মোহাদ্দেস রহমান টিউবওয়েল প্রতিকে ভোট পেয়েছেন ৩৫৮। সিনিয়র সহ-সভাপতি পদে বাবুলাল মিস্ত্রী মাছ প্রতিক নিয়ে ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী শ্যামল চন্দ্র মন্ডল হাঁস প্রতিকে পেয়েছে ২৪০ ভোট। সহ সভাপতি আবুল কাশেম দেওয়াল ঘড়ি প্রতিকে ৫১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আকিকুর রেজা হাতপাখা পেয়েছে ৩৩২ ভোট, মুহাঃ মহাতাব উদ্দীন আনারস প্রতিকে ৩৭৪ পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী প্রশান্ত কুমার মন্ডল সাইকেল প্রতিক পেয়েছে ৩২৯ ভোট। মোঃ লুৎফার রহমান চেয়ার প্রতিকে ৪৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী এস,এম আজগর আলী মই প্রতিকে পেয়েছে ৪৪০ ভোট। এ,টি আশরাফুল হুদা মনির গরুগাড়ী প্রতিকে ৪৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী মোঃ হযরত আলী চাকা পেয়েছে ২৯৬ মোঃ শাহারুখ গহর কাপ-প্রিচ প্রতিকে ৫৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা সহ-সভাপতি নাজমা পরভীন প্রজাপতি প্রতিকে ৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী নারগিস পারভীন টেবিল প্রতিকে পেয়েছে ৩০৪ ভোট। তিলোত্তমা বালা মন্ডল সেলাই মেশিন প্রতিকে ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মুসলিমা পরভীন চশমা প্রতিকে পেয়েছে ৩৩৯ ভোট। বাসন্তী রানী সরদার ডাব প্রতিকে ৪১৯ পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোছাঃ কামরুন্নাহার তালা প্রতিকে পেয়েছে ৩৯৮ ভোট। মোঃ রুহল কুদ্দুস মোমবাতি প্রতিকে ভোট ৪৬৯ পেয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী দোয়াত কলম প্রতিকে পেয়েছে ৪১৯ ভোট। মোঃ আব্দুর রাজ্জাক উড়োজাহাজ প্রতিকে ৬১৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী জালাল উদ্দীন বাল্ব প্রতিকে পেয়েছে ২৩৪ ভোট। শেখ তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে আপেল প্রতিকে ৬২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম জগ প্রতিকে পেয়েছে ২৭১ ভোট। মোঃ সোলায়মান হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক পদে খেজুর গাছ প্রতিকে ৪৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী ধনুঞ্জয় কুমার মন্ডল লাটিম প্রতিকে পেয়েছে ৪০০ ভোট। মোঃ আব্দুল হক দপ্তর সম্পাদক পদে টেলিফোন প্রতিকে ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী খালিদ হাসান মামুন মোবাইল প্রতিকে পেয়েছে ৩১৫ ভোট। আব্দুল হামিদ অর্থ সম্পাদক পদে হেরিকেন প্রতিকে ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী আব্দুস সালাম মন্টু দোয়েল পাখি প্রতিকে পেয়েছে ৩১৯ ভোট । শেখ নাজমুল কবীর তথ্য ও প্রচার সম্পাদক পদে বই প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাহিদুল ইসলাম মাইক প্রতিকে পেয়েছে ৩৮৮ ভোট। মাসুদ ইমতিয়াজ কাব-স্কাউট সম্পাদক কলম প্রতিকে ৪৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাস্ক প্রতিকে ৩০৪ ভোট পেয়েছেন জি,এম খাজা নাজিমুদ্দিন। এ,টি,এম জাফর উল্যা সমবায় সম্পাদক পদে হাতি প্রতিকে ৫৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাহামুদুন নবী বাঘ প্রতিকে পেয়েছে ২৬১ ভোট। উম্মে হাবিবা মহিলা সম্পাদক পদে কুঁড়েঘর প্রতিকে ৪১৪ ভোট পেয়েছে। সাবিহা খাতুন চুড়ি প্রতিকে ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ৩ টা পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছে। মোট বাতিল হয়েছে ১৬ ভোট।