কেন্দ্রীয় সিদ্ধান্তে শান্তি ফিরে এলো নেতৃবৃন্দের মধ্যে
এসকে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান মো. আব্দুল আলীমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্তির কারণ হিসেবে নেতৃবৃন্দ জানান, নবগঠিত কমিটি দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী এবং স্থানীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে কিছু স্বজনপ্রীতির অভিযোগে ঘেরা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়, যা দলীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছিল। এ ঘটনায় শ্যামনগরের তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, তারা উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে। ঘটনাটি ব্যাপকভাবে মিডিয়াতে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষিত হয়। এক পর্য্যায় কেন্দ্রীয় নেতৃৃবৃন্দের নির্দেশনায় জেলা কমিটি ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির ও শ্যামনগর পৌরসভার আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। এ ঘটনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ- সভাপতি, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাইদ, গাবুরা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মাসদুল আলম, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক ই-এলাহী মুন্না, সাবেক ছাত্রনেতা পৌরসভার মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু,পদ্ধপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মাসদুল আলম দোহা, বিএনপি নেতা গাজী শাহ আলম, সদর বিএনপির সাধারন সম্পাদক খান আব্দুস সবুর, রমজাননগর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুব খোকন, আটুলিয়া বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, কাশিমাড়ী বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, যুবদলনেতা আল হাফিজ কল্লোল, নাজমুল হক, নুরনগর বিএনপি নেতা আবু ইউছুপ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে। এদিকে কমিটি বিলুপ্তির ঘোষণার পর শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পূর্ববর্তী পোস্ট