নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার সুন্দরবন আদিবাসী মুন্ডা পরিবারের মাঝে পানির ড্রাম বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুন্দরবন মুুুুন্ডা সংস্থা এর নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা পরিষদ এর২০২০-২১অর্থ বছরের এডিপি বরাদ্দ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)এর১০টি আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুপেয় পানির ড্রাম বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। সভাপতিত্ব করেন গোপাল চন্দ্র মুন্ডা সভাপতি,সামস্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, প্রোগ্রাম অর্গানাইজার দলিত খুলনা বাবু রতিকান্ত মুন্ডা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিপুর মুন্ডাপাড়া থেকে ৩ জন,সাবখালী মুন্ডাপাড়া থেকে ৩ জন,ধুমঘাট নতুন মুন্ডাপাড়া থেকে ২ জন এবং উত্তর কদমতলা মুন্ডাপাড়া থেকে ২ জনসহ মোট ১০ জন আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নারী-পুরুষ। প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এই ড্রাম সমুহ আদিবাসী মুন্ডাদের মাঝে বিতরণ করা হয়। সামস্ এর পক্ষ থেকে এবং সুন্দরবন উপকূলের বসবাসরত আদিবাসী মুন্ডাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। উপস্থিত মুন্ড সদস্যদের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যতীন মুন্ডা ও চন্দনা রানী মুন্ডা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালক সামস কৃষ্ণপদ মুন্ডা
শ্যামনগর আদিবাসী মুন্ডাদের মধ্য পানির ড্রাম বিতরণ
পূর্ববর্তী পোস্ট