শেখ আব্দুল হাকিম, বিশেষ প্রতিবেদক: শ্যামনগর উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে গত শুক্রবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অভিষেক পরিচিতি ও বর্ধিত সভা বিষ্ণুপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি ও বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিত সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য সুধাংশু সরকার, জেলা কমিটির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কিরণ শংকর চ্যাট্যাজী, শিক্ষক সনজিৎ দাশ, স্বপন বৈদ্য, মধুসুদন মন্ডলসহ প্রমুখ। বর্ধিত সভায় বক্তারা উপজেলার নুরনগর মনসাতলার জায়গার ডিসিআর বাতিল, কালিঞ্চি গ্রামের নিপা রানীর মিথ্যা মামলা প্রত্যাহার সহ অন্যান্য বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের পরিচিতি করানো হয়। হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ অনুষ্ঠানটি পরিচালনা করেন, শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব বিশ^াস।