জিয়াউর রহমান: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঈদের দিন বুধবার রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
সৈকত উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় শিমু রেজা এম.পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে অন্য একটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে যায় সৈকত। এতে সে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
পূর্ববর্তী পোস্ট