নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে স্কুল ও কলেজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা সদরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব বাংলাদেশের অফিসে বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৃত্তি প্রদান করা হয়। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের শিক্ষক শেখ মতিউর রহমান, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৪ জন কলেজ শিক্ষার্থী ও স্কুলের ৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। কলেজে প্রতিমাসে দুই হাজার টাকা করে ৪মাসের ৮ হাজার করে এবং স্কুলে প্রতিমাসে এক হাজার টাকা করে ৩ মাসের বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই বৃত্তি অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।