
নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগর ইক্যো টুরিজ্যাম এসোসিয়শন এর আয়োজনে শুক্রবার বেলা ১২টায় কলবাড়ী বর্ষা রিসোটের হল রুমে, সার্ভে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাশরুফ আহমেদ প্রকৌশলী ও জাহাজ জরিপকারক নৌ পরিবহন অধিদপ্তর খুলনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আবু নাসের মোহসিন হোসেন বিভাগীয় বন কর্মকর্তা পশ্চিম বনবিভাগ খুলনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক দিনের জন্য সুন্দরবনের ভিতরে পর্যটকদের অবস্থান করার সুযোগ করা হবে। তিনি বলেন সুন্দরবন ভ্রমণের সার্থে এ্যাপস্ তৈরী করা হয়েছে নাম দেওয়া হয়েছে সুন্দরবন এই এ্যাপস্ েঢুকলে আপনি জানতে পারবেন কোন ট্রলারে ভ্রমণ করতে কি কি সুবিধা সহ ভাড়া কত টাকা। তিনি আরো বলেন, টুরিস্টদের সাথে ভাল ব্যাবহার করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা সহজ ভাবে সার্ভে সনদ পাইতে পারেন সে বিষয় আমরা আপনাদের সহযোগিতা করবো। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম জিয়াউল হক পলাশ, সালাউদ্দিন বাপী, মরগাং ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন, আনিসুর রহমান, আব্দুল হালিম প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কামরুল হাসান।