
শ্যামনগর ব্যুরো: খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হরিনগর বাজারে খালেকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সিরাজুল ৪জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় ২৩নং মামলা করেছেন। মামলা সূত্র মতে মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে একই ইউনিয়নের সিংহড়তলী গ্রামের আবুল কাশেমের পুত্র জিয়াউর রহমান, চুনকুড়ী গ্রামের মৃত সামছুর গাজীর পুত্র আনিসুর রহমান, সুলতান কাগুজীর পুত্র জিন্দেগীর এবং হরিনগর গ্রামে আব্দুল গফুর গাজীর পুত্র রবিউল ইসলাম প্রতি হিংসা বসত শত্র“তা করতে থাকে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার ১১টার দিকে খালেকের চায়ের দোকানে সাংবাদিক সিরাজুলকে একা পেয়ে উলে¬খিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে বেধড়ক মারপিট করে এবং পকেটে থাকা ৮০ হাজার টাকা সহ ২৬ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পার্শ্ববর্তীরা গুরুত্বর আহত অবস্থায় সিরাজুলকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স্রে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি তদন্ত ইয়াছিন আলম চৌধুরী মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।