
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে বহিরাগত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে গোপালপুর এলাকায় যান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে কিছু নিরবে দাঁড়িয়ে থাকেন এবং সুরা ফাহেতা ও সুরা ইখলাছ পাঠ করে শহীদদের জন্য দোয়া করেন। সাতক্ষীরার শ্যামনগরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক বহিরাগত মুক্তিযোদ্ধা শহীদ হন। ঐ সব শহীদদের মরদেহ সেখানে দাফন করা হয়। বহিরাগত ঐ সব বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে সেখানে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। বহিরাগত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।