
শেখ আব্দুল হাকিম/ জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন ঘোষিত লকডাউনের প্রথম দিনে শ্যামনগরে মুখে মাস্ক ব্যবহার না করায় এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত পারিচালনা করে জরিমানা করা হয়েছে। শনিবার (৫জুন) বেলা ১১টা থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. আবুজর গিফারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্যাহ। এসময় উপজেলার নূরনগর, বংশীপুর, নওয়াবেঁকী, মুন্সিগঞ্জ, হরিনগর ও কাশিমাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮হাজার টাকা জরিমানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. আবুজর গিফারী বলেন, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য সম্প্রতি দেশে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সে সকল জেলা গুলোয় স্থানীয় জেলা প্রশাসন লক ডাউন ঘোষনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলায় শনিবার (৫ জুন) ভোর ৬টা থেকে আগামী ১১ জুন পর্যন্ত লক ডাউন ঘোষনা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। এসময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় কাচা বাজার, মাছ-মাংস ও হোটেল রেস্তোরা খোলা থাকবে। তাছাড়া অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কোন যানবাহন চলাচল করবে নাএবং বিনা প্রয়োজনে কেহ বাড়ির বাহির হতে পারবেন না।