নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে দ্বায়িত্ব পালনরত অবস্থায় র্যাব সদস্যের উপর হামলার ঘটনায় উপজেলার নকিপুর গ্রামের জাহান আলী মোল্যার ছেলে সাদ্দাম, হায়বাদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে গালিব, কলারোয়া থানার অজ্ঞাত গ্রামের আজিজুল হকের ছেলে সাগর সহ আর ৩ জনকে অজ্ঞাতনামা করে শ্যামনগর থানায় মামলা করেছেন আহত খুলনা -৬ র্যাবের সদস্য আবু সুফিয়ান ৷
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় মুন্সিগঞ্জ বাজারে সুশান্তের ইলেকট্রনিক্স দোকানের সামনে দিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় সাদ্দাম, গালিব, সাগর সহ আরও ২/৩ জনকে সন্দেহমূলক ভাবে তাদের গাড়ি থামায় ৷ র্যাবের গোয়েন্দা সদস্য আবু সুফিয়ান তার পরিচয় দেন ৷ এ সময় তারা ক্ষিপ্ত হয়ে সবাই মিলে বেধড়ক মারপিট করে পালিয়ে যায় ৷ পরে আবু সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ র্যাব ক্যাম্পে মোবাইল ফোনে জানালে ক্যাম্পের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ৷
এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা করেছেন খুলনা-৬ র্যাব সদস্য আবু সুফিয়ান। মামলা নং ২৬, তারিখ ২৫/১১/২২।
শ্যামনগরে র্যাব সদস্যের উপর হামলা: থানায় মামলা
পূর্ববর্তী পোস্ট