জিয়াউর রহমান, শ্যামনগর: ‘দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি’ স্লোগানকে সামনে রেখে শ্যামনগর খানপুর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ভুরুলিয়া ইউনিয়নের ৩নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য সারিবদ্ধভাবে কিছু সংখ্যা উইপেন গাছ রোপন করা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) সকাল দশটায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মানবিক ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতে বৃক্ষরোপণে কার্যক্রম শুরু করা হয়। বৃক্ষরোপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম বাবু ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মো. মারুফ হোসেন মিলন। এ সময় উপস্থিত ছিলেন খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সাধন কুমার বৈদ্য, সহ-সহকারী শিক্ষকগণ ও খানপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. ওমর ফারুক, গ্রাম ডাক্তার মোবাশ্বের হোসেন মানিক, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম বাবু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বাহারুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ড. আনসার আলী সহ সাংগঠনের সকল সদস্যবৃন্দ। এসময় গ্রাম ডাক্তার মোবাশ্বের হোসেন মানিক বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস একটি আরেকটির উপর নির্ভরশীল। ঠিক তেমনভাবে প্রাণীকুল উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। পৃথিবীতে যত বেশি গাছ রোপন করা হবে তত বেশি আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। আমরা যে কার্বন-ডাই-অক্সাইড বের করে দিয়ে থাকি, গাছ সে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। এখান থেকে বলা যায় জীবজগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিহার্য। তাই আমাদের অস্তিত্ব রক্ষায় বেশি বেশি করে গাছ লাগাবো। স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কাজটি করা হয়। ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পথ চলিত মানুষেরা এই মহৎ উদ্যোগ এবং কাজের জন্য খানপুর মানবিক সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা আরও বলেন এই সংগঠনটি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায় ও মানুষকে সাহায্য করে থাকেন।
শ্যামনগরে মানবিক ফাউন্ডেশনের বৃক্ষ রোপন
পূর্ববর্তী পোস্ট