
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে ৬০ কোটি টাকা ব্যয়ে মাদার নদী পুণঃখনন এবং কল্যাণপুর ¯øুইস গেইট নির্মাণ কাজ উদ্বোধন করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার । এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, দ্বিপঙ্কর কুমার দাস, এসও সাজ্জাদুল হক ও মাসুদ রানা । ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় শ্যামনগরের কল্যাণপুর ¯øুইসগেট সংলগ্ন বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে মাদার নদী পুণঃখনন ও ¯øুইস গেইট নির্মাণ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস, এম, জগলুল হায়দার এমপি বলেন, অত্র এলাকায় কালিগঞ্জ ও শ্যামনগর ২টি উপজেলার হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলী জমি পানি সরবরাহের তেমন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অপুরণীয় ক্ষতি হয়। মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ ও কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন করা হলে ম‚লস্রোতধারা নদীর সাথে একাকার হবে। কল্যাণপুর খালে পৃথক ২টি ¯øুইস গেইট নির্মাণ করে মাদার নদীর সাথে পানি সরবরাহ করা হলে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরসন হবে। ফলে ফসলী ক্ষেত ও মৎস্য ঘেরের কোটি কোটি টাকার ক্ষতি থেকে রেহাই পাবে। শ্যামনগর সদর ও ন‚রনগর ইউনিয়নটির সংযোগ স্থলে এ দ‚র্দশাও লাঘব হবে। এ জন্য আমি নিজেই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ডিও লেটারের মাধ্যমে ৬০ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করি মন্ত্রণালয় থেকে।
চিংড়াখালীর আইয়ুব আলি ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, সোয়ালিয়ার আব্দুর রাজ্জাক ও যাদবপুরের আজিবর রহমান জানান, শ্যামনগর ও কালিগঞ্জ ২টি উপজেলার চিংড়াখালী, যাদবপুর, সোয়ালিয়া, মঠবাড়িয়া, মাহমুদপুর, কল্যাণপুর, সৈদালীপুর, মানিকপুর, নুরনগর, কালমেঘা, হাজীপুর, রুদ্রপুর, গৌরীপুর, কদমতলা, রতনপুর সহ প্রায় ২০টি গ্রামের জলাবদ্ধতা প্রতিবছর লেগেই আছে। তাছাড়া সম্প্রতি অতিবর্ষণে ঐ এলাকাগুলোর হাজার হাজার বিঘা ফসলী জমির ফসল সম্প‚র্ন বিনষ্ট ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। ব্যাংক ,সমিতি ও মহাজনদেন কাছ থেকে চড়া লাভে টাকা নিয়ে জমির ও ঘের মালিকরা পড়েছেন চরম আর্থিক সংকটে। মানুষের এ ধরণের দুঃখ্য দর্দশা জানতে পেরে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর শ্যামনগর উপ -বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, দিপঙ্কর কুমার পানি উন্নয়ন বোর্ড , উপ-সহকারী মাসুদ রানা,উপ-সহকারী সাজ্জাদুল হক প্রম‚খের উপস্থিতে এ কাজ উদ্বোধন করেন । উদ্বোধন শেষে চরম জলাবদ্ধতা নিরসে এলাকাবাসীর যৌক্তিক দাবী মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ, কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন ও ২টি ¯øুইস গেইটের প্রয়োজনীয়তা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ৬০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন । এসময় শ্যামনগর সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি জি,এম,আকবর কবীর, নুরনগর আওয়ামী লীগের, সেক্রেটারি সোহেল রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ হাজার হাজার নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।