জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে নাশকতা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মুফতি মোঃ শহিদুল্যাহ সলিম কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার মানিকপুর গ্রামের মোঃ সেলিম গাজীর পুত্র ও কাটুনিয়া মাদরাসার অধ্যক্ষ। শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নূর ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা কর্মকান্ডে জড়িত থাকায় তাকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।