
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউপির কাছারীব্রিজ এলাকা থেকে মাদকসহ ৩জন অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার (৭ মে) রাত ১ টায় ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাদেরকে নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের সামনে বিল থেকে আটক করে। আটককৃতরা হলেন কাছারী ব্রিজের আবু বাক্কার গাজীর ছেলে আবু সাঈদ আপরে (ডলার সাঈদ), মখসেদের ছেলে রাসেল, মনিরুজ্জামান ছেলে পান্না। তাদের কে ১০০ মিলি বিদেশি মদ, ১০০ গ্রাম গাজা,৪ টি মোবাইল ফোন, ২ টি মোটরসাইকেল সহ আটক করে। স্থানীয়রা জানান, তারা আটুলিয়া দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া এনেক্সবেটের মাস্টার এজেন্টের ব্যাবস্যা পরিচালনা করছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্ল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায়, সাতক্ষীরা কোর্টে পাঠানো হয়েছে।