জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান কালে মাদক নির্মূল, নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুফলের বিষয়ে আলোচনা এবং জনসাধারণদের তাদের মনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূরুলিয়া বিট ইনচার্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিয়ার রহমান, ভূরুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জনিয়ার জালাল উদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আসমানতুল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম লাভলু।
সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু সমাপনী বক্তব্যে বলেন, ‘বর্তমান সময়ে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ একটি বিস্ময়কর সাফল্য। আধুনিক ও উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।’ আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার জানামতে আমার ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করছে। বর্তমান আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা রাতে দিনে অত্র ইউনিয়নের বিভিন্ন প্রান্তে দক্ষতার সহিত দায়িত্ব পালন করছে। আমি গ্রাম পুলিশদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ওসি মহোদয় বলেছেন, চুরি ডাকাত ছিনতাইকারি বা মাদকের আসক্তকারী যে ধরা পড়বে তাকে কঠোর আইনে আওতায় আনা হবে। এসময় চেয়ারম্যান সবার উদ্দেশ্যে বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে যথাযথ মর্যাদায় পালন করা হবে আপনারা সকলে আমন্ত্রিত।
এসময় উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী গাজিয়ার রহমান, মাষ্টার সাধন কুমার বৈদ্য, মাষ্টার অজয় কুমার মন্ডল, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শওকত হোসেন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম, সমাজসেবক ব্রজেন্দ্র নাথ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।