
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশী মদ, গাঁজা, মোবাইল ফোন এবং মোটরসাইকেল সহ তিন যুবককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মনিররুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ইমরান হোসেনের সহযোগিতায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে এসআই তুহিন বাওয়ালী, এস আই চন্দন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে “শ্যামনগর থানাধীন উত্তর আটুলিয়া থেকে আবু সাঈদ এর বাড়ির সামনে বিলের ভিতরে ফাঁকা জায়গা হতে ১০০ মিলি: বিদেশী মদ, ১০০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন এবং ০২ টি মোটরসাইকেল সহ আবু সাঈদ (৩০), মনিরুজ্জামান (৩০), মোখলেছুর গাজী (২৪)কে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ০৮/০৫/২৫ তারিখে মামলা নং-১২, দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।