জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সুভাষ চন্দ্র সরদার (৭২) নামে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার করেছেন শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম দূর্গাবাটি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত বৈকুন্ঠ সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে ও স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের বরাত দিয়ে জানাযায়, মানসিক সমস্যার কারনে সে পরিবারের সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।