জিয়াউর রহমান শ্যামনগর: শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে নিজ ঘরে টেবিল ফ্যানের বৈদতিক তারে ঘুমান্ত অবস্থায় হাত লাগায় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সে উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে। পারিবাকি সূত্রে জানা যায়, রাতে ঘুমান্ত অবস্থায় টেবিল ফ্যানের বৈদতিক তারে গাত লাগায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে গুরত্বর আহত হয়। পরিবারের লোকেরা তরিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
পূর্ববর্তী পোস্ট