প্রেস বিজ্ঞপ্তি: লিডার্সের প্রধান কার্যালয়ে আজ শনিবার সকাল ১১ টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফিরোজ শাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, খুলনা শহরে এডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প’র ডি.এস ও প্রকল্প পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করছে লিডার্স। লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।