
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগেরনকশী আয়োজনে রালি,পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে বনাঢ্য আয়োজনে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১-১১-২০২৫) বেলা ১১ টা সময়
সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায় – এ প্রতিপাদ্যকে সামনে উপজেলা পরিষদ হলরুমে সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস বিশিষ্ট সমাজসেবক জি এম সোলায়মান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামাতের সেক্রেটারী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল,বীর মু্ক্তিযোদ্ধা জিয়াদ আলী,শ্যামনগর
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, কোষাধ্যক্ষ রাজু আহমেদ,সদস্য হযরত আলী প্রমুখ ।
বক্তব্য রাখেন,সমবায়ী শরিফুতুন্নেচ্ছা,জিএম আব্দুস সাত্তার, নকশীকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, মারুফা খাতুন,, মৎস্যজীবি সমবায়ীনেতা বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মাসুম বিল্লাহ, নিরান্জন কুমার মন্ডল, ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি দবির হোসেন।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন,শ্যামনগর উপজেলার পক্ষ থেকে জেলার মধ্যে বেশি রাজস্ব দিয়েছে, সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক ভাবে এগিয়ে যেতে হবে,আমাদের সমবায়ের আসল উদ্দেশ্য যেন নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে,লোন দেয়ার ক্ষেত্রে জেনে বুঝে দিতে হবে,সমবায়ের মাধ্যমে কোন প্রতারনা করা যাবে না,আপনারা সম্মিলিত ভাবে কৃষি,কুঠির শিল্প, চর বনানয়ন,দুধ্য খামার সহ ভালো ভালো কাজ করেন,যাতে সাধারন উপকৃত হয়।

