জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া (১৪মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মো. আজিজুর রহমানের শিশু কন্যা। পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। হঠাৎ করে বিলে ধানের চাতরে হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা বিলে ধানের চাতর দেখতে যায়। এসময় আছিয়া পুকুরের ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানবসত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খোজা খুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পূর্ববর্তী পোস্ট