আইয়ুব আলী, শ্যামনগর: বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ ইউনিয়ন নির্মাণ শ্রমিক ফেডারেশনের অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু তালেবের সভাপতিত্বে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি আবুজার গাজীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, মোজাম্মেল হক, মুজিবর রহমান, বাবু বিশ্বনাথ মন্ডল, মনিরুল ইসলাম, বাবু রুহিত দাস সরদার, শহিদুল হক, ইয়ার আলী, আবিদুর রহমান, বাবু কৃপাসিন্ধু মন্ডল, বাবু স্বপন মন্ডল, বাবু জগদীশ মন্ডল, আবু বক্কর সিদ্দিক, মাসুম বিল্লাহ, দেবনাথ মন্ডল, আরাফাত হোসেন, শাহিন আলম, মজিদ গাজী, গৌরাঙ্গ দাস, মোকছেদুর রহমান, মান্নান হোসেন, আসাদুল গাজী, শ্রীমতি লক্ষ্মী রানী, নাজমুল হোসেন প্রমুখ। সভায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আজিজুল হক অবহেলিত নির্মাণ শ্রমিকদের কিছু দাবি দোবারা কথাও তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্যকরী সভাপতি জামাল হোসেন।
শ্যামনগরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট