
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:১০ মার্চ ২০২১ ইং, রোজঃ বুধবার, সকাল ১০টায় শ্যামনগর পরিবহন কাউন্টার এর সামনে তামাক কোম্পানীর বিভ্রান্তকর কুটকৌশলকে রুখে দিয়ে জাতীয় রাজস্ব বাজেটে তামাকজাত পন্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে বেসরকারী উন্নয়ন সংস্থা গনচেতনা বাংলাদেশ এর আয়োজনে জনসচেতনতায় ও সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর বাস র্টামিনাল প্রাঙ্গণ ও তার আশেপাশের সড়কেমানববন্ধনেবিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ, যুবক-যবতীরা অংশগ্রহন করে। মানববন্ধনটি পরিচালনা করেন গনচেতনা বাংলাদেশের নিবার্হী প্রধান শিবু প্রসাদ বৈদ্য। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তামাক ও তামাক জাত পন্য জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। কার্যকর তামাক নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি একটি স্বীকৃত পদ্ধতি। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে তামাকের ব্যবহার কমিয়ে আনতে সহজ ও শক্তিশালী একটি কর নীতি প্রণয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন। তামাক নিয়ন্ত্রণ সংগঠন এবং রাষ্টের কল্যাণ প্রত্যাশী নীতি নির্ধারক ও জনপ্রতিনিধীরা তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবী জানিয়ে আসলেও প্রতিবছর তামাক কোম্পানীগুলো তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত হচ্ছে।
বক্ত্যরা আরও বলেন যে প্রতিবছর হাজার হাজার মানুষ এই তামাকের কারনে মারা যাচ্ছে কোন ভাবে এই ভয়ংকর তামাকের কালথাবা থেকে যুবসমাজের ধংস থামানো যাচ্ছে না। যে কোন ভাবে এই ভয়ানক কালগ্রাসী মরন অভ্যাসটি আমাদের ত্যাগ করতে হবে।সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলায় অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা গণচেতনা বাংলাদেশ এর সার্বিক আয়োজনে ও নেতৃত্বে সরকারের বিভিন্ন দপ্তরে বিষয়টি আমলে আনার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন, সচেতন মহল।