আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলা বাদঘাটা গ্রামের আব্দুর রাজ্জাক এর বিল্ডিংয়ের পাশে গর্ত সৃষ্টি করে সেখানে পানির মধ্যে বাড়ির ময়লা আবর্জনা ও পায়খানার পাইপের মাধ্যমে মল ফেলানোর কারণে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়া সেখানে ডেঙ্গু মশার জন্ম হচ্ছে। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় ডেঙ্গু জ্বরের মহামারীর আকার ধারণ করতে পারে। এছাড়া ওই গর্তের পাশ দিয়ে যাতায়াতের পথ থাকায় আনুমানিক ২৫/৩০ টি পরিবার দুর্গন্ধ নাকে নিয়ে চলাচল করছে ও তারা দুর্বিসহ জীবন যাপন করছে। এছাড়া ঐ গর্তের পাশে একটি সুপ্রিয় পানির পুকুরের পানি এলাকার মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ এলাকার মানুষ আব্দুর রাজ্জাক এর কাছে বারবার বলেও তার কোন প্রতিকার পাচ্ছে না। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে সুফিয়া খাতুন বাদী হয়ে ২৮ আগস্ট শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। নির্বাহী অফিসার আক্তার হোসেন বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান।