শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বালি ভর্তি ট্রলি উল্টে চালক শফিকুল ইসলাম মহাজন (৩০) নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রমজাননগর ইউনিয়নে পাতড়াখোলা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে রশিদ মহাজনের ছেলে। এসময় নিহতের সহযোগী মুজাহিদ গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আহত মুজাহিদ জানায়, ভেটখালী থেকে ট্রলিতে বালি ভর্তি করে দ্রুতগতিতে পাতড়াখোলায় আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে সেটি উল্টে গুরুতর আহত হয় শফিকুল। তড়িঘড়ি উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাশেদুল ইসলাম রিমাম তাকে মৃত ঘোষনা করে।
শ্যামনগরে ট্রলি উল্টে চালক নিহত
পূর্ববর্তী পোস্ট