
শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে থানার পিছনে এক বাড়িতে রাতের আধারে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে স্বর্বস্ব লুট করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২৭ আগস্ট) গভীর রাতের কোন এক সময়ে চন্ডিপুর গ্রামের নুরু গাজীর বাড়িতে দুবৃর্ত্তরা এ কান্ড ঘটায়।
বাড়ির মালিক রেজাউল জানান, রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ার পরে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে কৌশলে ঘরের দরজা খুলে আলমারীতে রক্ষিত ব্যবসায়ের দেড় লাখ টাকা সহ তিন ভরি স্বর্নালঙ্কার লুট করে দুবৃর্ত্তের দল। সকালে বিষয়টি তারা জানতে পারে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।