মোঃ আমজাদ হোসেন,মিঠু শ্যামনগরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া ও বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিটির অন্যান্য সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্যামনগরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
পূর্ববর্তী পোস্ট