জিয়াউর রহমান/আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে গলায় রশি দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুরের পরে আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ও সোয়ালিয়া গ্রামের নিজ নিজ শয়ন কক্ষে তারা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত দুই যুবক হলো- বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস হাসানের পুত্র সোহেল(২০) ও সোয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (২০)।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, দুপুরের পরে ওই দুই যুবক পরিবারের সবার অজান্তে নিজ নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে জানা যায়নি।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আজ শনিবার সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।