
আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি শ্যামনগরের কৃতি সন্তান সৈয়দ শরিফুল আলম (শপু) কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি গত এক সপ্তাহ যাবৎ ঢাকা থেকে সাতক্ষীরায় এসে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা নিয়ে শ্যামনগরসহ সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় গণসংযোগ, প্রচার প্রসার করে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া সাতক্ষীরাা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আ.লীগের সভাপতি এসএম জগলুল হায়দারের সাথে মতবিনিময় সভা করেন। বঙ্গবন্ধুপ্রেমী মানুষেরা তার গ্রামের বাড়ি শ্যামনগরের উত্তর আটুলিয়ায় ভিড় জমায়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম (শপু) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হওয়ায় তাকে বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। আটুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ শরিফুল আলম (শপু), বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগনেতা এম মারুফ বিল্লাহ, ইউনিয়ন আ.লীগের সেক্রেটারী সাধু রঞ্জন মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবু বাবুসহ সাবেক ছাত্রনেতা পলাশ, রাজিবসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।