
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটিকে দত্তক নেওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
গত ০২~০৩~২০২১ তারিখ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্যামনগর বাস টার্মিনালের ব্রীজের পাশে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটিকে দত্তক নেওয়ার জন্য যে পোষ্টটি দেওয়া হয় সেখানে আবেদনের সময়সীমা ছিল ০৪~০৩~২০২১ তারিখ পর্যন্ত।
এতো অল্প সময়ের মধ্যে অনেকেই আবেদন করতে না পারাতে এবং যারা আবেদন করেছেন তাদের আবেদনে অসম্পূর্নতা থাকাতে আগামী ০৭~০৩~২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো।
আবেদনপত্রে দত্তক নিতে ইচ্ছুক স্বামী স্ত্রী এর বয়স, সন্তান ধারনে অক্ষম এর স্বপক্ষে প্রমানক,পূর্ন ঠিকানা, পেশার সুস্পষ্ট বিবরন, আর্থিক অবস্থার সুস্পষ্ট বর্ননাসহ মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে সম্পূর্ন সুস্থ রয়েছে।
আবেদনের ঠিকানা;
উপজেলা নির্বাহী অফিসার , শ্যামনগর, সাতক্ষীরা
অথবা
শেখ সহিদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা।০১৯১৬৩৩৬৯০৬