
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শ্যামনগর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউটিনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিবস টি উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টায় শ্যামনগর থানা থেকে এক র্যালী বাহির হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়ে, এক পথসভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান মোল্লার সঞ্চালনায় উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এসএম আফজালুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান, নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ জাবের হোসেন। দিবসটি উপলক্ষে সংহতি প্রকাশ করেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজ ইউনিট ও শ্যামনগর সদর ইউনিট সহ সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ।