এস কে সিরাজ, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. শোকর আলী বিরুদ্ধে ৭ ইউপি সদস্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ করেছেন। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করার অভিযোগ করা হয়েছে। গত সোমবার এ অভিযোগ পত্রটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুনের কাছে প্রদান করেন তারা। অভিযোগকারীরা হলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, জিএম শফিউল আলম, মো. শাহিজুর রহমান, শ্যামল কুমার মন্ডল, কমলা রানী, ফরিদা খাতুন ও মর্জিনা খাতুন। এ সময় ইউপি সদস্য শফিউল আলম বলেন, আমাদের ইউপি চেয়ারম্যান শোকর আলী, সাধারণ মেম্বারদের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত প্রকল্প প্রদান, সরকারি বরাদ্দ টাকা আত্মসাৎ সহ নানাবিধ অনিয়ম-দূনীতি চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে। এছাড়া বর্তমানের তিনি অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদের অনুপস্থিত আছেন। সে কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। মহিলা মেম্বার মর্জিনা খাতুন বলেন, সাধারন মানুষ নাগরিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ সহ অন্যান্য কাজ নিয়ে ইউনিয়ন পরিষদে এসে প্রতিনিয়ত ফিরে যাচ্ছেন। ইউপি সদস্য শ্যামল কুমার মন্ডল বলেন, এই মুহূর্তে ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে দ্রুত প্যানেল চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের নাগরিক অধিকার সেবা দ্রুত জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজন। ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ যাতে তাদের নাগরিক সকল সুবিধা গুলো পায় সে লক্ষ্যে আমরা ইউপি সদস্যগণ একমত পোষণ করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি।
শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ৭ মেম্বরের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট