নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন ও তার সহধর্মীনি জেরিন নিসা জাকজমক পূর্ণ ভাবে দশম বিবাহ বার্র্ষিকী পালন করলেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সরকারী বাসভবন চত্ত্বরে কনসার্ট ও ভুরিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভূমি কর্মকর্তা (তহসিলদার) উপজেলার অফিসার, স্টাফ, ব্যবসায়ী ও ঠিকাদার।
প্রধানমন্ত্রী যখন কৃচ্ছতার কতা বলছেন তখন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও তার সহধর্মীনি শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা জেরিন নিসা জাকজমকপূর্ণ ভাবে বিবাহ বার্ষিকী পালন করলেন।
সন্ধ্যায় শুরু হয় কনসার্ট। চলে গভীর রাত পর্যন্ত। যশোর থেকে শিল্পী আনা হয়। এরপর ৩ শত অতিথিকে আপ্যায়ন করা হয়।
বছরখানেক আগে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে আক্তার হোসেন। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে টাঙানো ব্যানারে লেখা হয়েছে পথ চলার এক দশক।
পূর্ববর্তী পোস্ট