জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে আবারও এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্যামনগরে বিগত দুই সপ্তাহ ধরে চুরি, ডাকাতি ও অজ্ঞান পাটির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উপজেলা ব্যাপী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৯ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে রঘুনাথ মন্ডলের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানাদিয়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এঘটনায় থানা পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরিবারিক সূত্রমতে, গভীর রাতে মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রধান ফটোকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে আলমারীতে রক্ষিত ২টি স্বর্ণের রুলি, ২টি স্বর্ণের সাখা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের কানের দুলসহ নগত ১১হাজার টাকা লুট করে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
শ্যামনগরে আবারও এক বাড়িতে ডাকাতি
পূর্ববর্তী পোস্ট