জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর সদর পল্লী খাগড়াদানা গ্রামে পলাশ হোসেনের বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার গভীর রাতে অসাবধানতা বসতঃ মশার কয়েল হতে আগুনের সুত্রপাত ঘটে। এসময় আগুনে বসত ঘর সহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়। পলাশ ওই গ্রামে আমজাদ হোসেনের ছেলে। বাড়ীর মালিক পলাশ জানান, রাত্রে মশার কয়েল জালিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পর্যায়ে কয়েল হতে মশারিতে আগুন লাগে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। কালিগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা (এস ও) নাসির উদ্দীন জানান, পরিবারের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাবার পূর্বেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
শ্যামনগরে আগুনে পুড়লো বসতঘর
পূর্ববর্তী পোস্ট