
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে রান্নার সময় চুলার আগুনে পুড়ে সুফিয়া খাতুন(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে রান্নার সময় অসাবধান বশত পরনের কাপড়ে আগুন লাগে। এসময় আগুন দ্রুত বৃদ্ধার সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে গুরতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, আগুনে বৃদ্ধার সমগ্র শরীর দ্বগ্ধ হয়। ওই বৃদ্ধা উপজেলার বড় কুপট গ্রামে নূর আলী মোড়লের স্ত্রী।
বৃদ্ধার আত্মীয় মেহেদী হাসান জানান, দুপুরে রান্নার সময় আগুন লেগে মারাত্মকভাবে দ্বগ্ধ হয় সে। এ ঘটনায় পরিবারের সবাই শোকের সাগরে ডুবেছে।