
নিজস্ব প্রতিবেদক: যশোর সেনানিবাসের সাতক্ষীরা শ্যামনগরে অসহায় জনগণের মাঝে সুপেয় পানি বিতরণ বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ সাতক্ষীরা জেলার শ্যামনগর মুন্সিগঞ্জে ঘূর্ণিঝড় আমফানে সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্ত সুপেয় খাবার পানি বঞ্চিত জনগণের মাঝে ২৫০০ লিটার সুপেয় পানি বিতরন করেন।
রবিবার সকালে সাতক্ষীরা তুফান কোম্পানির সৌজন্যে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক এসকল পরিবারের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।