
জি.এম আমিনুর রহমান শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল দশটায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বি,এন,পির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এর অর্থায়নে উপজেলার বারটি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা গরীব অসহায় ও দুস্থ ১০০০ টি পরিবারের মাঝে চাউল, ডাউল, পেঁয়াজ, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করার লক্ষ্যে ১২টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সম্পাদকের হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডি এম আব্দুস সামাদ, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ন সম্পাদক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলি বাবু, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, কাশিমাড়ি বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, রমজাননগর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, ভূরুলিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মতিন, মুন্সিগন্জ বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল হামিদ, কৈখালি বিএনপির, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঈশ্বরীপুর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা বেলালী টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডঃ মাসুদুল আলম দোহা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।