শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে অপদ্রব মিশ্রিত বাগদা চিংড়ী জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ।
উপজেলা সদরের সোনারমোড় সংলগ্ন পেঙ্গুইন চিংড়ী ফ্যাক্টরীর পাশে ক্রিমসন সি-ফুড নামীয় চিংড়ী ফ্যাক্টরীতে বাগদা চিংড়ীতে অপদ্রব মিশানো হচ্ছে এমন খবর গোপনে নিশ্চিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপদ্রব মিশ্রিত ৪৮ কক্সেট বাগদা চিংড়ী জব্দ করে তাহা ধ্বংস করেন। এ ঘটনায় জড়িতদের ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান।