
শেখ আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী তোয়া কাঁচা বাজারের জায়গা নিয়ে তুলকালাম শেষ মেশ অবমুক্ত করার দাবীতে তদন্ত কার্যক্রম সম্পন হয়েছে। সাতক্ষীরা জেলার এডিসি (রাজস্ব) জিল্লুর রহমান শনিবার বিকাল সাড়ে চার টায় তরকারী বাজারে সরে-জমিন তদন্ত পরিচালনা করেন। এসময়ে শত শত প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা মাথায় কাফনের কাপড় বেধে উপস্থিত থেকে তরকারি কাঁচা বাজারটি অবমুক্ত করতে তদন্ত কর্মকর্তার কাছে কোর জোরে প্রানের দাবীটি তুলে ধরেন।
উচ্ছেদ হতে চলা বাজারের ব্যবসায়ীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বিষয়টি তাৎক্ষনিক মাথায় নিয়ে শ্যামনগরের তোয়া বাজরের অবৈধ নির্মানাধীন কাজ বন্ধের নির্দেশে থানা পুলিশ উস্থিত হয়ে র্নিমান কাজ বন্ধ করে দেন। এবং তদন্তের জন্য এডিসি (রাজস্ব) কে নির্দেশ দেন। তদন্ত কালে উক্ত কর্মকর্তা চার দশক পুরনো ঐ বাজারের অসংখ্য ক্ষুদ্র স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীসহ সাধারন ক্রেতাদের সাথে কথা বলেন এবং পুরা বাজারটি ঘুরে ফিরে দেখেন। ।
উল্লেখ্য গত ৩০ সেপ্টম্বর গভীর রাতে স্থানীয় ভাবে প্রভাব শালীদের মদদে শতাধিক অ-ব্যবসায়ী এবং কয়েক জন লুভি রিপোটার প্রশাসনকে চাপে ফেলে শ্যামনগর তোয়া বাজারের জায়গা দখল করে নেয়। এসময় তারা প্রশাসনের সহযোগীতায় গোটা বাজার জুড়ে রাতারাতি শতাধিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এক পর্যায়ে উক্ত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা সাতক্ষীরা প্রশাসকের নিকট ঘটনার প্রতিকার দাবি করে লিখিত আবেদন করায় এডিসি (রাজস্ব)কে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়।
শনিবার বিকালে শ্যামনগর তোয়া কাঁচা বাজার নিয়ে তদন্তে এডিসি (রাজস্ব) সেখানে ব্যবসায়ীরা আবেগ আপ্লুতহয়ে পড়েন। তারা গোটা বাজার জুড়ে দখলদার বাহিনীর তান্ডবসহ তড়িঘড়ি করে নির্মিত স্থাপনা গুলো প্রদর্শন করেন। এসময় দখলদারদের স্থাপনার কারনে বাজারের পাশ দিয়ে প্রবাহিত খাল নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বিষয়টিওতাকে অবগত করেন।
শ্যামনগর উপজেলা পরিষদ, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল ব্যানার ও প্লাকার্ড টানিয়ে তদন্ত কর্মকর্তাকে শ্যামনগর তোয়া কাঁচা বাজারের পুর্বাপর পরিবেশ ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ জামান, মহিলা ভ্ইাস চেয়ারম্যান খালিদা আইয়ুব ডলি, আওামীলীগের যুগ্ম সম্পাদক স,ম আব্দুস সাত্তার, সহকারী কমশিনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মলয় কুমার, ইউপি সদস্য আসলাম হোসেন, জাসদের উপজেলার স্ধারণ সম্পাদক মাহবুব ই-লাহী, জিল্লুল রহমান সহ শত শত মানুষ ।
প্রসংগত উল্লেখ্য, ঐতিহ্যবাহী শ্যামনগর তোয়া বাজারের জায়গাকে পরিত্যক্ত দেখিয়ে প্রশাসনের ভুল বুঝিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল কোটি কোটি টাকার বানিজ্যে মেতে ওঠে। প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থানীয় অ-ব্যবসায়ীদের থেকে মাথা পিছু ২/৩ লাখ টাকা নিয়ে তাদের অনুকুলে নির্দিষ্ট মাপের একটি দোকানের জায়গা বরাদ্দ দেয়।
অভিযোগ রয়েছে ডিসি আর প্রাপ্ত এসব অ-ব্যবসায়ীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মরত একাধিক ব্যক্তির নামও রয়েছে।
জানা যায় ডিসি আর পাওয়ার পর এসব অ-ব্যবসায়ীরা অতি গোপনে নিজেদের অনুকুলে খাজনা পরিশোধের রশিদ প্রস্ততসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে গত ৩০ সেপ্টম্বর রাতে তা দখল করে নেয়। তদন্ত কালে এডিসি (রাজস্ব) ক্রন্দনরত ক্ষুদ্র ব্যবসায়ীদের আশ^স্থ করেন এবং একটি সুন্দর সমাধানের প্রতিশ্রæতি দেন।