জিয়াউর রহমান, শ্যামনগর: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর সাতক্ষীরার বাস্তাবয়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্প ২ এর সহযোগিতায় এ মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা তুষার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইব ডলি প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট