
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্ধপুকুর ইউনিয়নের পানি নিস্কাশনের বৃহত্তর ঝাপার খালটি অবশেষে দখল মুক্ত হলো। দীর্ঘদিনের দাবী পুরন হওয়ায় স্থানীয় জনসাধারণ শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন ও সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত কে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম জানান,পদ্মপুকুর ইউনিয়নে বাইনতলা ও খুটিকাটা গ্রামের মধ্যস্থলে ঝাপার খাল চিংড়ী মহলটি ২০.৪৮ একর সম্পত্তি এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষের সহযোগিতায় জৈনক সাইফুল ইসলাম ও তার বোন ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ দখল নিয়ে দীর্ঘ মেয়াদী অবস্থানে থাকার চেষ্টা করে। তিনি আরো বলেন, শ্যামনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাত, পদ্মপুকুর ইউনিয়নের তহশিলদার সহ আমরা জনস্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ দখল হইতে অবমুক্ত করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যরা ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন, খালটি দখলমুক্ত হওয়ায় এলাকার জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, বিষয়টি গত উপজেলা মাসিক সভায় উত্থাপন করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি। এদিকে দখলদারদের আতংক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে এ উপজেলার আরো কয়েক খাল অবমুক্ত করেছেন দখলদার বাহিনীদের কবল থেকে। এভাবে প্রত্যন্তাঞ্চলে সরেজমিনে গিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের দীর্ঘদিনের সমস্যা গুলো সমাধান করে যাচ্ছেন। শ্যামনগরের সাড়ে লক্ষ মানুষ এভাবে ইউএনও কে পাশে পেতে চায়।