
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির শোভনালীতে আয়োজিত ৩ দিন ব্যাপী ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। মহামারী করোনা ভাইরাস সম্পর্কে জনেসচেতনতা সৃষ্টি ও করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত শুক্রবার থেকে ১৩ জুন রবিবার পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। শোভনালী ইউ পি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এস এম মনিরুজ্জামান ডালিম এর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী ও মাস্ক প্রদান করা হয়। এ ছাড়া হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। রবিবার ইউনিয়নের বাকড়া, কামালকাটি, শালখালী, গোদাড়া, বৈকারঝুঁটি, শোভনালী, বাটরা সহ অন্যান্য গ্রামে ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন ডাঃ আরিফ বিল্লাহ ও ডাঃ রুহুল আমিন তাজ। এছাড়া ক্যাম্পের আয়োজক এস এম মনিরুজ্জামান ডালিম, মেডিকেল শিক্ষার্থী সানজিদা শারমীন ঐশী, সমাজসেবক হারুন অর রশীদ, মাসুদুর রহমান, শাহিন হোসেন, মুর্শিদ হোসেন, ইসমাইল হোসেন, গ্রাম পুলিশ রহমত আলী ও বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।