
আশাশুনি প্রতিবেদক: আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর রহমানকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। জানাগেছে, শোভনালী ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আজিজুর রহমানের সঙ্গে একই গ্রামের ওমর সরদারের পুত্র আবুল সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকাল ১১টার সময় আবুল সরদার ইউপি সদস্য আজিজুর রহমানকে ফোন করে নজরুল দফাদারের বাড়ীর সামনে আসতে বলে। আজিজুর রহমান নজরুল দফাদারের বাড়ীর সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে ওমর সরদারের পুত্র আবুল সরদার, মৃত জালাল সরদারের পুত্র মনি, রবিউল সহ ৭/৮ জন মেম্বর আজিজুর রহমানকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন মেম্বর আজিজুলকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।